• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিরামপুরে ২৯ ভিক্ষুকের পুনর্বাসনের দায়িত্ব নিলেন ইউএনও

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান ২৯ জন ভিক্ষুকের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। তাদের ২৫ জন নারী ও চারজন পুরুষ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাটলা ইউনিয়ন অডিটোরিয়াম কক্ষে ওই ইউনিয়নের ২৯ জন ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।ভিক্ষুকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভাসভায় তাদের ও পরিবারের সদস্যদের কাছ থেকে সমস্যাগুলো শোনা হয়। পরে তাদেরকে পুনর্বাসনের ঘোষণা দেওয়া হয়।

সম্পর্কিত খবর

    ইউএনও তৌহিদুর রহমান বলেন, বিরামপুরকে ভিক্ষুকমুক্ত করতে হলে আগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাই সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করে ভিক্ষাবৃত্তি থেকে তাদেরকে বের করে আনতে হবে। কাউকে বিধবা ভাতা, কাউকে ভিজিএফ, কাউকে ভিজিডি, আবার কাউকে ১০ টাকা কেজি চালের কার্ডের আওতায় আনা হবে।আর যাদের ছেলে সন্তান রয়েছে, তাদের ভ্যান গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করা হবে।

    তবে, এটা করতে একটু সময় লাগবে জানিয়ে ইউএনও বলেন, এ কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

    বিরামপুরের কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করতে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এজন্য সরকারিভাবে যেসব নির্দেশনা আসবে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

    পিবিডি/জিএম

    দিনাজপুর জেলা,বিরামপুর উপজেলা,নির্বাহী অফিসার (ইউএনও)

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close