• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

গফরগাঁওয়ে আ'লীগের মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন বাদল

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১৭:২০
গফরগাঁও প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আশরাফ উদ্দিন বাদল।

তিনি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।

উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের পিতা মরহুম আব্দুস সামাদ দপ্তরী ৬০ ও ৭০ দশকে গফরগাঁও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। আশরাফ উদ্দিন বাদল ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।

তিনি উপজেলার পাইথল ইউপির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দলের দুর্দিনে কাজ করার পাশাপাশি একজন সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আশরাফ উদ্দিন বাদল এলাকায় বেশ জনপ্রিয়।

আশরাফ উদ্দিন বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ননীতির আওতায় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গত পাঁচ বছরে গফরগাঁওয়ে প্রায় ১৭০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। আমি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার সহযোগী হিসাবে উন্নয়নধারা অব্যাহত রাখতে কাজ করব।

মময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ আশরাফ উদ্দিন বাদলকে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গফরগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উপজেলায় নৌকা মার্কা প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বাদলের বিজয় সুনিশ্চিত।

পিবিডি/এআইএস

গফরগাঁও

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close