• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাল্য বিবাহ প্রতিরোধে অবদান রাখায় ২৯ জন পেলেন সম্মাননা

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ১৬:৪৯ | আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৫
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বাল্য বিবাহ প্রতিরোধে গুরুত্বপুর্ণ অবদান রাখায় ২৯ ব্যক্তিকে সম্মাননা জানানো হয়েছে ইউনিসেফের সহযোগীতায়।

বুধবার (১৩ মার্চ) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(ডিসি) বেগম নাজিয়া শিরিন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহীনুর আলম।

ইউনিসেফের বাংলাদেশ চীফ অফ ফিল্ড সার্ভিসেস সাইরোজ মাওজি, রাজশাহী ও রংপুর অফিস প্রধান নাজিবুল্লাহ হামীম, আরডিআরএস বাংলাদেশের পরিচালক(অপারেশন্স) হুমায়ন খালেদ বক্তব্য দেন অনুষ্ঠানে।

সূত্র জানায়, নীলফামারী জেলার ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছে আরডিআরএস।

এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে গুরুত্বপুর্ণ অবদান রাখায় তিন ইউনিয়নের ২৯ জনকে সম্মাননা প্রদান করা হচ্ছে । কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠানে ছয়জনকে দেয়া হয় সদনপত্র ও দুই হাজার করে টাকা।

সম্মাননা প্রাপ্ত ২৯ জনের মধ্যে ডোমারে ১০জন, কিশোরগঞ্জে ৯জন এবং ১০জন রয়েছেন।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইমাম, নিকাহ রেজিস্টারসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পিবিডি/আর-এইচ

নীলফামারী,বাল্য বিবাহ প্রতিরোধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close