• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানিকগঞ্জে আগুনে পুড়লো ২৯ বসতঘর

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৯, ১৪:৩৮
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে আগুনে ২৯টি বসতঘর পুড়ে কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিয়া ইউনিয়নের আহুলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহুলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে গ্রামের ১৮টি পরিবারের ২৯টি আধা পাকা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শতাধিক মানুষ নিঃস্ব হয়ে গেছে।

আহুলিয়া গ্রামের মিজান বলেন, শনিবার সকালেই উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম ও কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন পরিদর্শন করেছেন।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ১৮টি পরিবারের সকল আসবাবপত্র, নগদ টাকা পয়সা সহ প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমার পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মাঝে লুঙ্গি, কাপড়, ৫০ কেজি করে চাউল, ডাল ও সবজি বিতরণ করা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সাহায্য করা হবে।

মানিকগঞ্জ,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close