• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

এবার নৌকার প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ১৮:১২
মৌলভীবাজার প্রতিনিধি

ব্যাপক কারচুপি, প্রকাশ্যে সিল মারা এবং জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার নৌকার প্রার্থী আছকির খান। ক্ষমতাসীনদলের এ প্রার্থী সোমবার (১৮ মার্চ) বিকেলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদও বর্জন করেছেন ভোট।

নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছকির খান ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদের অভিযোগ, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান মনাই পুলিশের সহযোগিতায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করেছেন। পরে বিকেলে ভোট বর্জনের ঘোষণা দেন আছকির খান ও ফারুক আহমদ।

আওয়ামী লীগের প্রার্থী আছকির খান জানান, পুলিশের সহযোগিতায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান খানের সমর্থকরা আমার এজেন্টকে বের করে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমার সমর্থকদের পিটিয়ে আহত করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমন অভিযোগের বিষয়ে রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আমি কিছু জানি না, খবর নিয়ে দেখছি।’

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার জানান, ‘অভিযোগ যাচাই করে দেখার পর এই বিষয়ে কথা বলা যাবে, এর আগে কিছু বলতে পারছি না।’

পিবিডি/এসএম

মৌলভীবাজার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close