• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দলীয় সিদ্ধান্ত না মানায় সিলেটে বিএনপির ৮ নেতাকে শোকজ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ১৯:৩৩
সিলেট প্রতিনিধি

চলতি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনের কোনো কার্যক্রমে সক্রিয় না হতে দলীয় নেতাকর্মীদের প্রতি মানা করেছে দলটি। তবুও দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন সিলেটের বিএনপি নেতারা। ফল হিসেবে দল থেকে ৮ নেতাকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। যারা দলের নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছেন, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এরপরও যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাদেরকে শোকজ করা হয়েছে। তাদের নির্বাচনী সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পেয়েই তাদেরকে শোকজ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে হবে।

শোকজকৃত নেতারা হচ্ছেন, সিলেট জেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী নিলু, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী চেরাগ আলী, নাসিরুদ্দিন নাসির, মঈন উদ্দিন ও তোফায়েল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সদস্য জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ।

পিবিডি/এসএম

সিলেট,বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close