• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মণিরামপুরে তিন ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ২১:৫০
মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে নগদ ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা তিনটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার পূর্বে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ এই অভিযান পরিচালনা করেন। এসময় সংস্থাটির যশোর অঞ্চলের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটায় অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির যশোর অঞ্চলের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা।

জরিমানা আদায় ও আংশিক গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো, উপজেলার জয়পুর গ্রামের মেসার্স কিং ব্রিকস, মেসার্স গোল্ড ব্রিকস ও মেসার্স গাজী ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স কিং ব্রিকস এর মালিক আমজাদ হোসেন লাভলুকে চার লাখ, মেসার্স গোল্ড ব্রিকসের মালিক আবুল হাসেম মন্টুকে পাঁচ লাখ ও মেসার্স গাজী ব্রিকসের মালিক আয়ুব আলী গাজীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নাজমুল হুদা বলেন, এই তিন ভাটার পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। ভাটার মালিকগণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন।

পিবিডি/আর-এইচ

যশোর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close