• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হত্যাকাণ্ডের তদন্তে বাঘাইছড়িতে ৭ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১১:৫২
রাঙ্গামাটি প্রতিনিধি
ফাইল ছবি

সাত নির্বাচনী কর্মকর্তাকে হত্যার ঘটনার তদন্ত করতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌঁছেছেন সাত সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২১ মার্চ) বাঘাইছড়ি সফরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় প্রশাসন ও আহতদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। এ কমিটির অন্য সদস্যরা হলেন- রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ন সচিব পদমর্যাদার একজন, রাঙ্গামাটি জেলা পরিষদ এবং আনসার-ভিডিপির প্রতিনিধি।

এর আগে ১৯ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তীকে প্রধান ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটিতে নির্বাচনী দ্বায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির নয় কিলো নামক এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে সাত জন নিহত হয়। এ সময় আহত হয় আরও ১৬ জন। আহতরা বাঘাইছড়ি, চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছে।


পিবিডি/এসএম

বাঘাইছড়ি,রাঙ্গামাটি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close