• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে বাবার মামলায় ছেলের জেল

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৩:৫১
ফেনী প্রতিনিধি

ফেনীতে বাবার করা মামলায় মাদকাসক্ত ছেলেকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের এপিপি এএসএম শহীদুল্লাহ জানান, ছাগলনাইয়া উপজেলার মধ্যম জয়পুর গ্রামের নিজ বাড়িতে ইয়াবা খেয়ে মাতলামি করত ইউছুপ ভূঁইয়ার ছেলে মীর হোসেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা গত বছরের ৩ জুলাই তাকে ছাগলনাইয়া থানা-পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ মীর হোসেনের কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ইউছুপ বাদি হয়ে নিজ সন্তানের বিরুদ্ধে একটি মাদক মামলা করেন। মামলায় আসামির স্ত্রী, মা, ভাই, বোনসহ নয়জনের সাক্ষ্য শেষে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আসামি মীর হোসেনের সামনে রায় ঘোষণা করা হয়েছে।

পিবিডি/আর-এইচ

ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close