• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছোট ফেনী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৯:০৩ | আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:০৯
ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ছোট ধলিয়ায় ছোট ফেনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে।

এসময় একটি ড্রেজার মেশিন ও ৩শ ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী জানান, ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের নির্দেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় ও প্রায় ৩শ ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূঞা ও দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৈতী সর্ববিদ্যা, পাঁচগাছিয়া ও দানাইকোট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দাগনভূঞা থানা পুলিশ ও ফেনী জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিডি/আর-এইচ

ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close