• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রাজনীতি করতে আসছি, ভণ্ডামি নয়: শামীম ওসমান

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ১০:৫৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজনীতি করতে আসছি ভণ্ডামি করতে আসি নাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে শহরের নবাব সলিমউল্লাহ রোড সংলগ্ন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত এক আলোচনা সবায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, পৃথিবীতে বাহাদুরি দেখানোর কিছু নাই। পরের শ্বাসটা নিতে পারব কি-না জানি না। আমার মৃত্যুর পর আমার জন্য আপনার মনটা যেন কাঁদে সেটাই চাই। কবরে চলে যাবার পর যদি কেউ ফুলের পাপড়িও নিয়ে আসে সেটাই বড় পাওয়া। আমি সৃষ্টিকর্তাকে খুশি করতে চাই।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, আমার মাও নাই, বাবাও নাই। আপনাদের কাছে একটু আশীর্বাদ চাই। আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার মৃত্যুর পর আমার জন্য মানুষ যেন আফসোস করে সেই কাজটা যেন করে যেতে পারি।

    নারায়ণগঞ্জ-৪ আসনের এ সাংসদ আরও বলেন, যারা রাজনীতি করে তাদের বাসার লোকেরা টের পায় যে রাজনীতি করলে তার পরিণতি কী হয়। এটা আমার বাবার ক্ষেত্রে আমার মা-আমি টের পেয়েছি, আমার ক্ষেত্রে আমরা সন্তানরা টের পাচ্ছে। সংসদ সদস্য হওয়া বড় কথা না। ভালো মানুষ এবং ভালো মানুষের জন্য রাজনীতি করাটা বড় কথা।

    শ্রী রাম কৃষ্ণদেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close