• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশ:  ২২ মার্চ ২০১৯, ১৭:২৮
ময়মনসিংহ প্রতিনিধি

জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো ও প্রাথমিক স্তরের সকল শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ করা হবে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও সামাজিক উদবুদ্ধকরণমূলক মা সমাবেশে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালুকরণ, প্রতিটি প্রাথমিকবিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে বলেও মন্ত্রী জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জুয়েল আরেং। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, ইউএনও জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।

পিবিডি/আর-এইচ

ময়মনসিংহ,গণশিক্ষা প্রতিমন্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close