• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিরামপুরে নাশকতার মামলায় জামায়াতের আমীরসহ আটক ১৬

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ১১:৩৪
দিনাজপুর প্রতিনিধি

বিরামপুর উপজেলায় নাশকতার মামলায় দিনাজপুর জেলা জামায়াতের আমীরসহ ১৬ জনকে আটক করছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনওয়ারুল ইসলামসহ ১৬ জন বিরামপুর আদর্শ বিদ্যালয়ে দলীয় বিষয়ে মতবিনিময় করছিলেন। এ সময় বিরামপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের সেখান থেকে আটক করেন।

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনওয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলার জামায়াতের আমীর মোঃ সাইদুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলার জামায়াতের আমীর মোঃ আজিজার রহমান, নবাবগঞ্জ উপজেলার জামায়াতের আমীর মোঃ আবুল কাশেম, পার্বতীপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউসুফ আলী, বিরামপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ মোরশেদ আলী, বিরামপুর পৌর আমীর মোঃ সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আমজাল হোসাইন ও জামায়াতের হাফিজুল ইসলাম, মোঃ এনামুল হক (১), এনামুল হক (২), আবু তাহের, মঞ্জুরুল ইসলাম, রেজাউল ইসলাম ও হাকিমপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মীর শহীদ।

আটকের বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, তারা গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্কুলে নাশকতা করার মিটিং করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। শনিবার (২৩ মার্চ) আটককৃত ব্যক্তিদেরকে জেল হাজতে পাঠানো হবে।

এ ব্যাপারে আটক ১৬ জনের বিরুদ্ধে নাশকতা করার মামলা দায়ের করা হয়েছে।

/পিবিডি/পি.এস

দিনাজপুর,নাশকতার মামলা,জামায়াত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close