• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ১৪:২৩
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শনিবার (২৩ ১১ টা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহনের সামগ্রী বুঝে নেন। ইতোমধ্যেই বিজিবি, পুলিশ, র্যা ব সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে।

আগামীকাল ২৪ মার্চ তারিখে তৃতীয়ধাপে ঝিনাইদহের ৪ উপজেলা ঝিনাইদহ সদর,শৈলকুপা,হরিণাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা রয়েছে ৪২৩ টি, এর মধ্যে ২৫৫ টি কেন্দ্রকে ঝুকিপ‚র্ণ হিসাবে ধরা হয়েছে।

অন্যদিকে শৈলকুপা উপজেলা ১২০ টি কেন্দ্রের মধ্যে ১০০ টি কেন্দ্রকে বেশী ঝুকিপ‚র্ণ বলা হচ্ছে।

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২১৯ জন পুলিশ সদস্য, এপিবিএন(পুলিশ) ৮০ জন, র্যা ব সদস্য ৬৫ জন এবং ৯ প্লাটুন বিজিবি এবং ৫০৭৬ জন আনসার সদস্য নিযোজিত থাকবে।এছাড়াও থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম।

ঝিনাইদহ,ভোট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close