• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখান, সড়ক অবরোধ

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৪:১৭
গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল শেখ। ভোট পুনঃগণনার দাবিতে তিনি আজ সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পাটগাতিতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন।

এরআগে সকাল ৯ টার দিকে তার শত শত সমর্থকেরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ও রাস্তার উপর বড় বড় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। নির্বচনের ফল উল্টে দিয়ে তাদের প্রার্থীকে হারানো হয়েছে এমন দাবিতে তারা সড়ক অবরোধ করে। নির্বাচনের ফলাফল পুনঃগণনা না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী মোঃ বাবুল শেখ জানান, পরিকল্পিতভাবে এবং প্রভাব খাটিয়ে তাকে মাত্র ২৮ ভোটের ব্যবধান দেখিয়ে হারানো হয়েছে। ভোট পুনঃগণনা করা হলে তিনি বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সঠিক বিচার না পেলে নানা ধরনের আন্দোলন সংগ্রামেরও ঘোষণা দেন তিনি।

বেলা সাড়ে ১২ টায় তিনঘন্টা অবরোধ শেষে প্রশাসনের অনুরোধে সড়ক অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

উল্লেখ্য, গতকাল ২৪ মার্চ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে ২৮ ভোটের ব্যবধানে মোঃ সোলায়মান বিশ্বাস বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

পিবিডি/আর-এইচ

গোপালগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close