• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় চেয়ারম্যান হলেন আ’লীগ প্রার্থীরা

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ২০:৩৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পঞ্চম উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচোল ও ভোলাাহাট এই চার উপজেলার সবকটিতে গত রোববার(২৪’মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে আ’লীগ প্রার্থীরা (নৌকা) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। উপজেলাগুলিতে চেয়ারম্যান পদে ভোটপ্রদানের গড় হার ছিল ৪৬.৩ শতাংশ।

শিবগঞ্জে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের সৈয়দ নজরুল ইসলাম। প্রাপ্ত ভোট ৯৬,৪৯১। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) মহসীন আলী মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪৭,৩৬৭ ভোট। টিউবওয়েল প্রতীকে ৩৪,৩০১ ভোটে ভাইস চেয়ারম্যান হয়েছেন গোলাম কিবরিয়া। প্রজাপতি প্রতীকে ৬৮,৫৯৭ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শিউলী বেগম। চেয়ারম্যান পদে ভোটপ্রদানের হার ৩৬.২৭ (স্থগিত ২ কেন্দ্র ব্যতীত)।

গোমস্তাপুরে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের হুমায়ুন রেজা।প্রাপ্ত ভোট ৫৯,৩৬৯। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) আফসার আলী খান আনারস প্রতীকে পেয়েছেন ২৭,২৯২ ভোট। টিউবওয়েল প্রতীকে ২০,৯২০ ভোটে ভাইস চেয়ারম্যান হয়েছেন হাসানুজ্জামান নুহ। সেলাই মেশিন প্রতীকে ৪৫,০৫০ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন মাহফুজা খাতুন। চেয়ারম্যান পদে ভোটপ্রদানের হার ৪৫.২১।

নাচোলে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের। প্রাপ্ত ভোট ২৬,৯০১। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) আবু রেজা মোস্তফা কামাল শামীম আনারস প্রতীকে পেয়েছেন ২৬,৫৮৭ ভোট। ২০,৮৭১ ভোটে চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান হয়েছেন রেজাউল করিম বাবু। ৩১,৪৭৩ ভোটে হাঁস প্রতীকে পূনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী।চেয়ারম্যান পদে ভোটপ্রদানের হার ৫৯.৩৯।

ভোলাহাটে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের রাববুল হোসেন।প্রাপ্ত ভোট ১৯,২০৭। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বহিস্কৃত বিএনপি) আনোয়ারুল ইসলাম চিংড়ী মাছ প্রতীকে পেয়েছেন ১০,৪৭৫ ভোট। চশমা প্রতীকে ১৭,৭৬৬ ভোটে ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহ.গরীবুল্লাহ। কলস প্রতীকে ১৩,৮৩৬ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শাহনাজ খাতুন। চেয়ারম্যান পদে ভোটপ্রদানের হার ৪৩.৯৪ শতাংশ।

রোববার দিবাগত গভীর রাতে রির্টার্নিং কর্মকর্তা-১ (গোমস্তাপুর,নাচোল) ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও এবং রির্টার্নিং কর্মকর্তা-২(শিবগঞ্জ,নাচোল) ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান উপরোক্ত প্রাথমিক বেসরকারী ফলাফল ঘোষণা করেন। চার উপজেলায় ৩২৭টি কেন্দ্রে ভোটার ছিলেন ৭ লক্ষ ৯৩ হাজার ১৮৩ জন। এরমধ্যে শিবগঞ্জে ভোটার ১৬৬ কেন্দ্রে ৪ লক্ষ ১৬ হাজার ১৩২,গোমস্তাপুরে ৭৪ কেন্দ্রে ১ লক্ষ ৯৬ হাজার ২৯৮,নাচোলে ৫৫ কেন্দ্রে ১ লক্ষ ৬ হাজার ৫৫৭ ও ভোলাহাটে ৩২ কেন্দ্রে ৭৪ হাজার ১৯৬ হাজার জন। প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে ১৩,ভাইস চেয়ারম্যান ২২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন সহ ৫০ জন।

পিবিডি/আর-এইচ

চাঁপাইনবাবগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close