• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাউদের সম্পত্তি নিলামে!

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ২৩:৫৭ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০১:৩৫
আন্তর্জাতিক ডেস্ক

দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তোলার জন্য ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নিলামে উঠবে এমন সম্পত্তির তালিকাও তৈরি করা হয়েছে।

জানা যায়, মুম্বাইয়ের একটি বাড়ি নিলামে উঠবে। এই বাড়িতেই থাকতেন দাউদের ভাই ইকবাল কাসকর, যাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। এখানে দাউদের বোন হাসিনারও বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের ভিন্ডি বাজারের হোটেল রওনক আফরোজও রয়েছে এই নিলাম তালিকায়। দাউদের এই হোটেলটি আড্ডা নামেই পরিচিত।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানে রয়েছেন। যদিও পাকিস্তান তা অস্বীকার করছে। ভারতের এক কর্মকর্তার মতে, দাউদের টাকা ইংল্যান্ড, দুবাই, ভারতে বহু কাজে ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনেও তার সম্পত্তি রয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৩ সালে তাকে গ্লোবাল টেররিস্ট বলে চিহ্নিত করে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close