• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথমবারের মতো উত্তর মেরুতে বোমারু বিমান পাঠালো রাশিয়া

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৪:১২
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো উত্তর মেরুতে কৌশলগত বোমারু পাঠিয়েছে মস্কো। উত্তর মেরুর আনাদির বিমানঘাঁটিতে বৃহস্পতিবার দুটি টিইউ-১৬০ বিমান অবতরণ করে।

রুশ গণমাধ্যম খবর দিয়েছে, রাশিয়ার স্থায়ী ঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বিমানগুলো আনাদির ঘাঁটিতে অবতরণ করে। ওই অঞ্চলে রুশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার অংশ হিসেবে আনাদির বিমানঘাঁটিটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে।

আনাদির ঘাঁটিতে যাওয়ার পথে বিমানের পাইলটরা যুদ্ধ মহড়া পরিচালনা করে। এসময় কৌশলগত বোমারু বিমান থেকে কোমি প্রজাতন্ত্রের একটি স্থল লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়। এছাড়া, মধ্য-আকাশে জ্বালানি নেয়ার মহড়াও চালায় বিমানগুলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মোট ১০টি বিমান এ মহড়ায় অংশ নেয়। এগুলো হলো টিইউ-১৬০, টিইউ-৯৫এমএস এবং আইএল-৭৮ মডেলের বিমান।

/রবিউল

রাশিয়া,মস্কো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close