• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পত্রিকার কভারপেজে লাইফ জ্যাকেট পরা ছবি নিয়ে বিতর্ক

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:০০
আন্তর্জাতিক ডেস্ক

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ম্যাগাজিনের কভার পেজে ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

জনপ্রিয় ডাচ ম্যাগাজিনের কভার পেজে দেওয়া হযেছিল লাইফ জ্যাকেট পরে যৌন আবেদন ভরা মডেলের ছবি। আর তাতেই চোটেছেন নেটিজেনরা। দেশের নামকরা একটি পত্রিকা কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সম্পর্কিত খবর

    নেটিজেনদের অভিযোগ এতে নাকি মধ্য প্রাচ্যের শরণার্থী সমস্যার অবমাননা করা হয়েছে। লাইফ জ্যাকেট নাকি মধ্যপ্রাচ্য থেকে যারা সাগর পেরিয়ে ইউরোপে ঢুকছিলেন তারা এই লাইফ জ্যাকেট পরেই আসছিলেন। কাজেই মডেলকে লাইফ জ্যাকেট পরিয়ে যে যৌন আবেদন পূর্ণ ছবি তোলা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।

    কারণ লাইফ জ্যাকেটের সঙ্গে মানুষের প্রাণ সংকট জড়িয়ে রয়েছে। যৌন আবেদনের সেখানে কোনও জায়গা নেই।

    সমালোচনার কোপে পড়ে শেষে ক্ষমা চেয়ে পত্রিকার সেই কভার পেজ বদলে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

    টুইটে সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বিনোদন মূলক পত্রিকার কভার পেজে এই ছবি দেওয়ার জন্য আমরা দুঃখিত। এতে যদি কারোর ভাবাবেগে আঘাত লেখে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী।’

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close