• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৯:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই জামায়াত-শিবিরের ক্যাডাররা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। তারা হরতাল ডেকে ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। তাদের লজ্জা হওয়া উচিত, দেশবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করেছে।

সম্পর্কিত খবর

    এসময় তিনি দেশের ছাত্র-সমাজকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

    রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে দলের সহ-সভাপতি শাহিন তালুকদার, হাবিবুল্লাহ নিক্সন, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, আবিদ আহসান লাবন, প্রচার সম্পাদক আবুল বাশার আহমেদসহ দুই শতাধিক নেতাকর্র্মী।

    এদিকে জামায়াতের ডাকা হরতালেও রাবিতে ক্লাস-পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি। এদিন নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসও যথাসময়ে সবগুলো রুটে ছেড়ে গেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close