• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেরোবির শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৮, ২০:২১
বেরোবি প্রতিনিধি:

বিসিএসসহ সরকারি চাকুরির ক্ষেত্রে কোটা সংস্কারের চলমান আন্দোলনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ নাবী এ স্মারক লিপি প্রদান করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে আরও উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ, জিন্নাত, আরিফসহ অনেকে।

সম্পর্কিত খবর

    জানা যায়, বিসিএসসহ সরকারি চাকুরির ক্ষেত্রে কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে একাধিক মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলেও আশানুরূপ ফল না পাওয়ায় তারা রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে।

    উল্লেখিত, দাবিগুলো হলো কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধার একাধিকবার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close