• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌন হয়রানি নিয়ে যা বললেন প্রখ্যাত পরিচালক লিয়োনেট্টি

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৮, ০২:২৪
বিনোদন ডেস্ক
বেশকিছুদিন আগে হলিউডের বেশকিছু নামী পরিচালক, অভিনেতা প্রযোজকের নাম জড়িয়েছে যৌন কেলেঙ্কারীতে৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তোলপাড় সারা বিশ্ব৷ হার্ভে উইনস্টেইন, বেন আফ্লেক থেকে কেভিন স্পেসি এবং জেমস ফ্রাঙ্কো সহ একাধিক অভিনেতা পরিচালকের নাম জড়িয়েছে এই অভিযোগে৷ অবশেষে এই যৌন কেলেঙ্কারী নিয়ে মুখ খুললেন অ্যানা্বেলের পরিচালক জন আর. লিয়োনেট্টি৷ তিনি মনে করেন, যুগ যুগ ধরে শোবিজে মেয়েদের ওপর প্রায়ই যৌন হয়রানি হচ্ছে৷ তার বিরুদ্ধে কন্ঠস্বর হলিউডের পক্ষে একটি টার্নিং পয়েন্ট৷ এই পদক্ষেপ একটি পরিবর্তনের সংকেত৷ এই মুহূর্তে হলিউডে চলচ্চিত্র শিল্পে নারীদের নিরাপত্তা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে৷ কারণ ক্ষমতার শীর্ষে বসা কিছু বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিয়মিত যৌন হয়রানির শিকার হতে হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রির মহিলা কলাকুশলীদের৷

সম্পর্কিত খবর

    হার্ভে উইনস্টেইন, বেন আফ্লেক, ব্রেট রথনার, চার্লি শিয়ন, ডাস্টিন হফম্যান, জেমস টোবাক থেকে কেভিন স্পেসি এবং জেমস ফ্রাঙ্কোর মতো ব্যক্তিরা ইতিমধ্যে যৌন নির্যাতন হয়রানি মতো অভিযুক্তে অভিযুক্ত৷ সম্প্রতি এই বিশিষ্ট ব্যক্তিদের এই কেলেঙ্কারী নাম উঠে আসায়, একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জন আর. লিয়োনেট্টির মতামত জানতে চায়৷ লস এঞ্জেলস থেকে তিনি ই-মেল মারফত জানায় এটি সত্যি চলচ্চিত্র শিল্পের ওপর নারীদের নিরাপত্তা নিয়ে একটি নয়া মোড়৷ সম্প্রতি ভারতে মুক্তি পেতে চলেছে লিয়োনেট্টি পরিচালিত উইশ আপন৷ লিয়োনেট্টি তো একজন প্যারানর্মাল এক্টিভিটি নিয়ে সিনেমা করার জন্য বিশ্ববিখ্যাত, তা কারোর অজানা নয়৷ যদিও লিয়োনেট্টি কিন্তু পরিচালক হওয়ার আগে ছিলেন একজন সিনেমেটোগ্রাফার৷ ১৯৯৭ সালে মোর্টাল কম্ব্যাট ছবি দিয়ে শুরু হয় তার কেরিয়ার৷ এরপর অ্যানাবেলে, উলভস অ্যাট দ্য ডোরের মতো হিট হরহর মুভি করেছেন৷ ২০১৭ তে উইশ আপন মুক্তি পেলেও ভারতে এখনও ছবিটি রিলিজ করেনি৷ অবশেষে ১৩ তারিখ ভারতে মুক্তি পেল উইশ আপন৷ ছবিটি ভারতে ভালোই ব্যবসা করবে বলে আশাবাদী পরিচালক এবং প্রযোজনা সংস্থা৷
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close