• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১০০ সেরা বিদেশি চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ১৬:২২
বিনোদন ডেস্ক

বিবিসির ১০০ সেরা বিদেশি চলচ্চিত্রের তালিকায় ১৫ নম্বরে রয়েছে বাঙালী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’।

অপু-দুর্গা, দুই ভাই-বোনের খুনসুটি চলছে। দিনকে দিন বাড়ছে পরস্পরের ভালোবাসাও। কাশবনের মাঝে ছুটে চলাতেই দুই ভাই-বোনের আনন্দ লুকায়িত।

সম্পর্কিত খবর

    ১৯৫৫ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন কালজয়ী এই সিনেমা। অন্য ছবি যেদিকে বয়স বাড়লে পুরাতন হতে থাকে সেখানে এই সিনেমাটি বয়ে আনছে নতুনত্ব। দিন যতই যাচ্ছে দর্শকরা বুঝতে পারছে এই সিনেমার প্রাধান্যতা, গুরুত্ব এবং রায়ের বিশেষত্ব।

    ক্রিস্টোফার নোলান থেকে শুরু করে মাজিদ মাজিদির মত বিশ্ব বিখ্যাত সব নির্মাতাই ‘পথের পাঁচালী’র প্রশংসা করেছেন বহুবার৷

    এদিকে এই সিনেমার হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগৎ পেয়েছিল সরবকালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে।

    বিবিসির এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা। এতে শীর্ষে রয়েছে ১৯৫৪ সালে মুক্তি পাওয়া জাপানি নির্মাতা আকিরা কুরোসাওয়ার ‘সেভেন সামুরাই’৷ তাছাড়াও ২৪ টি দেশের, ১৯ টি ভাষার, ৬৭ জন পরিচালকের ১০০ টি ছবি বাছাই করে নেওয়া হয়েছে এই তালিকায়৷ এদের মধ্যে ২৭ টি হাইয়েস্ট-রেটেড ফরাসি ছবি, ১২ টি ম্যান্ডারিনের, ১১ টি জাপানি এবং ১১ টি ইতালির৷ চারজন মহিলা পরিচালকের ছবিও রয়েছে এই তালিকায়৷

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close