• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক ঘন্টায় লেনদেন প্রায় ৪শ’ কোটি টাকা

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টায় লেনদেন ৪শ’ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের ৩য় কার্যদিবস মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৯ লাখ টাকা।এই সময়ের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকও বেড়েছে।

এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৮ পয়েন্টে। লেনেদেন হওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

সম্পর্কিত খবর

    ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৭ টির কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৭০ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৮৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১ টির কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

    পিবিডি/ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close