• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারত’

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৮
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ শুরু হতে আরও এক সপ্তাহ বাকি। তার আগেই ভারতের বিরুদ্ধে ‘মাঠে’ নেমে পডড়েছেন পাকিস্তানের ফার্স্ট বোলার হাসান আলি। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) লাহৌরে সাংবাদিকদের পরিষ্কার করে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারতই।

গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এবার লড়াইহবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবুধাবিতে। যেখানে ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার ভারত।

যে ম্যাচ নিয়ে পাক পেসার আলি বলছেন, আমরাই এখন এগিয়ে আছি। গতবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে ভারতই এবার চাপে থাকবে।

আলি আরও বলেন, সংযুক্ত আরবআমিরশাহি মানে আমাদের ঘরের মাঠ। আমরা দীর্ঘদিন ধরে ওখানে খেলছি। আমরা জানি ওখানকার পরিবেশ, পরিস্থিতি কীভাবে কাজে লাগাতে হয়।

এশিয়া কাপে বিরাট কোহালিকে ছাড়াই খেলতে যাচ্ছে ভারত। আলি নিশ্চিত, কোহালির অনুপস্থিতি ভোগাবে রোহিতদের। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বল করা এই পেসার বলছেন, সবাই জানে বিরাট কোহলি কী ধরনের ক্রিকেটার। সে একজন ম্যাচ উইনার, সে কথা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু বিরাট তো এশিয়া কাপে খেলছে না। তার জায়গায় যে খেলবে, সে বিরাটের মতো চাপ নাও নিতে পারে। এ ব্যাপারটাও আমাদের সুবিধা করে দেবে।

ভারতের বিরুদ্ধে ম্যাচে কী লক্ষ্য রাখছেন সামনে? আলি বলছেন, ভারত ভালো দল। কিন্তু আমি যখন মাঠে নামব, তখন লক্ষ্য থাকবে ভারতের দশটা উইকেটই নেওয়ার। ম্যাচে পাঁচটা নয়, আমি দশটা উইকেটই চাই। আর তার পরে বিশ্বজুড়ে আমার ভক্তদের খুশি করতে চাই উৎসব করে।

/অ-ভি

এশিয়া কাপ,বোলার,হাসান আলি,পাকিস্তান,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close