• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের, বললেন সৌদি বাদশাহ

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:২৭
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের এবং দেশটির অধিকার এখনই ফিরিয়ে দিন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি বাদশাহর এই মন্তব্যের পর নতুন প্রশ্ন হয়ে দাড়ালো এই যে, পশ্চিম জেরুজালেম তবে কার?

ইসলামী সহযোগিতার সংস্থা (ওআইসি) পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণার পরই সৌদি বাদশাহ এমন মন্তব্য করলেন। ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার ভূমিগত দ্বন্দ্ব বহুদিনের হলেও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই এই সমস্যা সমাধানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এসেছে। এই প্রথম ফিলিস্তিন প্রশ্নে একসঙ্গে একাধিক দেশকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে।

সম্পর্কিত খবর

    সৌদি বাদশাহ বলেন, ধর্মীয় সমস্যা হলেও একে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। স্বাধীন দেশ হিসেবে তাদের বৈধ অধিকার রয়েছে পূর্ব জেরুজালেমে। এ সময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তুলে ধরেন।

    সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই স্বীকৃতি দেয়ার ফলে বিশ্বের মুসলিম দেশগুলো ছাড়াও ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করে বিবৃতি দেয়। ওই বিবৃতির প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে সভায় বসে ওআইসি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েপ এরদোয়ান এই জরুরি সভার ডাক দেন এবং সভায় ওআইসি’র পক্ষ থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close