• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'পুঁজিবাজারের তারল্য সংকটের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক'

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৮, ১৯:১৩ | আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:৫৯
নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তারল্য সংকটের কারণে গতিশীল হতে পারছেনা এবং অস্থিরতাও কাটছে না। সে জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, দেশে মূলত তারল্য সংকটের কারণেই পুঁজিবাজারে ধ্বসের মত ঘটনা ঘটছে। আর বাংলাদেশ ব্যাংক তা বসে বসে দেখছে। এ তারল্য সংকট পুরোপুরি দায়ীই হলো বাংলাদেশ ব্যাংক। তাদের এ অসহযোগিতার কারণে দেশের পুুঁজিবাজেরর এমন বেহাল দশা।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কাযালয়ে পুঁজিবাজের সার্বিক পরিস্থিতি বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলে।

    মোস্তাক বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সীমাবন্ধতার কারণে দেশের বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে যথাযথ বিনিয়োগ করতে পারছেনা। ব্যাংক ঋণ ও আমানতের সুদ হার অনুপাতের রেশিও বাড়ালে পুঁজিবাজের বিনিয়োগ বাড়বে। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজের যে পরিশাণ বিনিয়োগের রুল জারি করেছে তাতে করে ইচ্ছে থাকলেও কোন প্রতিষ্ঠান বেশি বিনিয়োগ করতে পারেনা। এ ক্ষেত্রটা বাংলাদেশ ব্যাংকে দেখার আহবান জানান তিনি।

    বাংলাদেশ ব্যাংক সবকিছু বুঝেও জেগে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    সরকারকারী ব্যাংকগুলোকেও দায়ী করে মোস্তাক আহমেদ বলেন, সরকারি ব্যাংকগুলোতে সরকারের তহবিল ফান্ডের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে সরকার এবং পুঁজিবাজার দুইটাই লাভবান হবে। সরকার বাঁচলে ব্যাংক বাঁচবে আর ব্যাংক বাঁচলে দেশের পুঁজিবাজার বাঁচবে বলেও জানান তিনি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close