• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: অর্থমন্ত্রী

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৮, ২২:৩১ | আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২৩:২৪
নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত বলেছেন, আগামী ২০১৮-১৯ অর্থবছরে অর্থাৎ এ নির্বাচনী বছরে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

আজ রাতে রাষ্ট্রীয় অতিথি পদ্মা ভবনে প্রাক-বাজেট অালোচনা শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য আগামী বাজেটে বরাদ্দ থাকবে। তবে এখনও বলতে পারছিনা কত বরাদ্দ দেওয়া হবে সেটা দেখবো।

    প্রাক বাজেট আলোচনা সভায় আরো সভায় বাণিজ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মূলত প্রাক-বাজেট আলোচনা এসকল মন্ত্রণালয়ের সাথেই করা হয়েছে।

    অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের আওয়তাধীন রয়েছে। তবে বাকি আরো ৯ হাজার আছে যে গুলো এমপিওভুক্তের আওয়তাধীন না। তবে আশা করছি এ নির্বাচনী বছরেই ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। বাকি গুলোও পযায়ক্রমে এর আওয়তাধীনে আনা হবে।

    এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে মোট ৪ হাজার কোটি টাকা খরচ হবে বলেও জানান মন্ত্রী ।

    তাছাড়াও ২০১০ সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। আর ২০১৮ সালে প্রায় ৭ বছর পর ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

    অর্থমন্ত্রী আরো বলেন, দেশের উত্তরবঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে পযাপ্ত শিক্ষক এবং ছাত্র-ছাত্রী নেই। এবং সে সব প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে বন্ধ করে দেয়া হবে।

    দেশের মোট ৬৪টি জেলার প্রত্যেক উপজেলা পযায়ে মডেল স্কুল তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

    //ওমর ফারুক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close