• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘নো বল’ বিতর্ক নিয়ে যা বললেন তামিম

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৮, ২৩:৩৮ | আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২৩:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

নিদাহাস ট্রফির ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচের শেষ ওভারে ‘নো বল’ বিতর্কটি দৃষ্টিকটূ লেগেছে সবার কাছে। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ওয়ান বাউন্স সিগন্যাল দেন আম্পায়ার। দ্বিতীয় বলটি প্রথম বলের চেয়ে আরও উপর দিয়ে চলে যায়। কিন্তু আম্পায়ার বলটি নো বল দেননি।

এ নিয়ে শুরু হয় হট্রগোল। বাংলাদেশের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে নো বলের আবেদন জানান। এ নিয়ে আম্পায়ার ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের কথা কাটাকাটি হয়। তারপরও আম্পায়ার বলটিকে ‘নো বল’ দেননি।

সম্পর্কিত খবর

    এ বিষয়ে ম্যাচ শেষে কথা বলেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, ‘দারুণ একটি জয়। আমরা লেগ আম্পায়ারের দেয়া নো বল সিগন্যাল দেখেছিলাম। এ কারণেই আমরা নো বল নিয়ে অভিযোগ করছিলাম। আমরা এটি সুন্দরভাবে শেষ করতে পারতাম। আমরা এ বিষয়টি আর লম্বা করতে চাই না। আমি ভালো ব্যাট করেছি। ইনিংসটি আরও লম্বা করতে পারলে লাগত। কিন্তু আমরা জিতেছি। এ কারণে সব ভুলে গিয়েছি। তারপরও বড় কথা হচ্ছে আমরা জিতেছি।’

    এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আগামী ১৮ মার্চ নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close