• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রাপ্য সুবিধার চেয়ে বেশি পাচ্ছেন খালেদা জিয়া: আনিসুল হক

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ১৮:১৫
নিজস্ব প্রতিবেদক

“জেলকোডের বিধি বিধানের চেয়ে কারাগারে বেশি সুবিধা পাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া”এমনটাই মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সম্পর্কিত খবর

    খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিতে কোনো আইনি বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা আইন অনু্যায়ী এগোচ্ছি।এর কারণ হচ্ছে, আদালত যখন কাউকে শাস্তি দেন তখন তিনি কারাগারে যান। কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জেলকোড অনুযায়ী আইনটা প্রযোজ্য হয়ে যায়। জেলকোডে যা আছে তার থেকে কিন্তু তিনি (খালেদা জিয়া) এখন বেশি পাচ্ছেন। সেই ক্ষেত্রে জেলকোডের ব্যত্যয় ঘটানো বা আইনের ব্যত্যয় ঘটানোর কোনো কারণ এখনো উদ্ভব হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করার ক্ষমতা সরকারের নেই।

    আপিল বিভাগে বিচারক নিয়োগ প্রশ্নে তিনি বলেন, আপিল বিভাগের বিচারক সংকট আছে এ কথার সঙ্গে আমি একমত নই। এর আগে সাতজন বিচারক ছিলেন। বহু বছর পাচঁজন বিচারক দিয়ে আপিল বিভাগ চলেছে। তার থেকে এখন মামলা বেড়েছে কথাটা ঠিক। বর্তমান বিচারক যারা আছেন তারা কিন্তু বহু দিন চালিয়ে যাচ্ছেন। মামলার সংখ্যাও কিন্তু কমে আসছে। তারপরেও আপিল বিভাগে শিগগিরই নিয়োগ দেওয়া হবে।

    বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য রাখেন।

    / এস এস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close