• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ঈদের পর অনেক নেতাই জাপাতে যোগ দেবেন’

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক

আগামী ঈদুল আযহার পরে আরও অনেক পরিচিত নেতাই জাতীয় পার্টিতে যোগ দেবেন বলে মন্তব্য করেছন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলামের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সাতাশ বছরের শাসনামলে দেশের মানুষ ক্ষত-বিক্ষত। দু’টি দলের অপরাজনীতিতে দেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় সৃষ্টি হয়েছে। গুম, হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে মুক্তি চায় দেশের মানুষ।

তিনি আরও বলেন, দেশের মানুষ ফিরে যেতে চায় পল্লিবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে। শুধু এরশাদের শাসনামলই দেশের মানুষকে মুক্তি দিতে পারে। নির্বাচনের আগে তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতেও আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার।

অধ্যাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার ও শফিকুল ইসলাম সেন্টু।

/অ-ভি

জাতীয় পার্টি,মহাসচিব,এবিএম রুহুল আমিন হাওলাদার,এমপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close