• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ধরলা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী শতাধিক চর প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করতে শুরু করেছে নিম্নাঞ্চলের ঘর-বাড়িতে। এসব এলাকার রোপা আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। বিশেষ করে এবার বৃষ্টিপাত কম হওয়ায় সেচ দিয়ে আমন চারা লাগানো নিম্নাঞ্চলের এসব জমি পানিতে তলিয়ে যাওয়ায় আমন আবাদে ক্ষতির আশংকা করছেন তারা।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকার কৃষক করমত আলী জানান, দেশের সব জায়গায় কম-বেশি বৃষ্টি হলেও কুড়িগ্রামে কোন বৃষ্টি হয়নি। আমরা এখানকার কৃষকরা সকলে সেচ দিয়ে আমানের চারা রোপণ করেছি। কিন্তু এখন সেই আমন ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে। পানি আরো বাড়তে থাকলে এবং দীর্ঘস্থায়ী হলে আমন ক্ষেত নষ্ট হয়ে যাবে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার ও নুন খাওয়া পয়েন্টে ৩৭ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলার পানি সেতু পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

-একে

বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close