• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে দুই আইনজীবী

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।

বুধবার বিকেল ৪টার দিকে তারা নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারে যান।

বুধবার সকালে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের তারিখ রয়েছে। আগের তারিখে খালেদা আসতে অসম্মতি জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও কাস্টডির ধারণা নিতে তার সঙ্গে দেখা করার আবেদন করেন এ দুই আইনজীবী।

এর আগে, মঙ্গলবার বিকেলে কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কারা ফটক থেকে ফিরে যান ওই দুই আইনজীবী।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে এই বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকেই বয়সজনিত বিভিন্ন রোগসহ আর্থ্রাইটিসে ভুগছেন। কারা কর্তৃপক্ষের অনুরোধে বিএসএমএমইউ গঠিত মেডিক্যাল বোর্ড গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে। এতে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকরা এজন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও খালেদা জিয়ার নিজের পছন্দ ইউনাইটেড হাসপাতাল।

-একে

খালেদা জিয়া,কারাগার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close