• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ল উইল টেইক ইটস ওউন কোর্স: সিনহা প্রসঙ্গে প্রধানমন্ত্রী

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৮, ১৯:৩৬ | আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিচার আইনের নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে আয়োজিত জাতিসংঘের ৭৩তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

‘সিনহার বিচার করবেন কি না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ল’ উইল টেক ইটস ওউন কোর্স।’

জবাবটা অতি সংক্ষেপ এবং ইঙ্গিতে হলো কি না, এ বিষয়ে সংবাদ সম্মেলনে গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘বেশি কথা বললে বলবেন বেশি কথা বলি, আর কম বললে বলবেন, কম বলি। এ পর্যন্তই থাক।’

তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে সিনহাকে আমরা প্রধান বিচারপতি বানিয়েছিলাম। কিন্তু তিনি নিজের পদের সম্মান ধরে রাখতে পারেননি।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি না। এস কে সিনহা কেন বিএনপি ও ভারতের প্রধানমন্ত্রীকে বলেছে আমাকে যেন সমর্থন না দেয়, আমি জানি না। আমি কারো সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চাই না। আমার সমর্থন জনগণ। সেটি নিয়ে থাকতে চাই। কারো সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চাইলে ২০০১ সালে গ্যাস ভারতের কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে পারতাম। আমাকে সেই প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আমি বলেছি আমার দেশের জনগণের জন্য যদি ৫০ বছরের গ্যাস থাকে তাহলে বিক্রির চিন্তা করব। তাই বলব, আমার যদি কারো সমর্থন নিয়ে ক্ষমতায় থাকতে হয়, সেই ক্ষমতা আমার দরকার নেই। আর কারো আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসার চিন্তা আমার কখনো ছিল না, নেই।’

এস কে সিনহা,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close