• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি’র জোট থেকে বেরিয়ে গেলো ন্যাপ ও এনডিপি

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৫০ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক

সরকারবিরোধী আন্দোলনে নতুন জোট গড়ার দুইদিন পরই ভেঙ্গে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ছয় বছরের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করলো ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এ ঘোষণা দেয় দল দু'টি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

সংবাদ সম্মেলনে জেবেল রহমান গানি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সম্প্রাসারণ করে ১৮ দলীয় জোট যখন হয়, তখন থেকেই বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই জোটের অংশিদার। পরে এই জোটই ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়।

তিনি বলেন, ২০ দলীয় জোটের শরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো অবদা রাখায় সচেষ্ট ছিলাম। নিজেদের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধ থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় ছিলাম আন্তরিক।

জানা গেছে, দীর্ঘদিনের অভিমান আর নতুন জোট গঠনের অভিযোগে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৮ এপ্রিল ১৮ দলীয় জোট গঠনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় বাংলাদেশ ন্যাপ, এনডিপিসহ তাদের সমমনা আটটি দল। গত ছয় বছরের বেশি সময়ে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল ছিলেন জোটে। আর বিএনপি থেকে বেরিয়ে আসার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো, গত ১৩ অক্টোবর বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে দীর্ঘদিনের জোটগত সম্পর্ক ত্যাগ করে ইসলামি ঐক্যজোট। এর আগের বছর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। মঙ্গলবার (১৬ অক্টোবর) ন্যাপ ও এনডিপি বেরিয়ে যাওয়া গত দুই বছরে তৃতীয়বারের মতো ভাঙনের কবলে পড়লো বিএনপি জোট।

-একে

২০ দলীয় জোট,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close