• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ’লীগের মনোনয়ন চান শাকিব খান

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ২১:২১ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২৮
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন নায়ক শাকিব খান।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শাকিব নিজেই এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব। এদিকে সূত্র জানায়, শাকিবের সম্ভাব্য আসন হতে পারে গাজীপুরে।

এর আগে আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।১১ নভেম্বর সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।

/এসএফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে,শাকিব খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close