• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধানের শীষ ও ছাতা প্রতীকে ভোট করতে চায় এলডিপি

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ছাতা ও বিএনপির ধানের শীষে নির্বাচন করতে চায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

এ নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও পাঠিয়েছে দলটি। রোববার দুপুরে এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ইসি সচিব হেলালুদ্দিন আহমদের দপ্তরে পৌঁছে দেন।

চিঠিতে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কয়েকজন প্রার্থী দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করতে চায়। আবার এলডিপির কয়েকজন প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিতে চায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

এলডিপি,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close