• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিয়ানমারে শতাধিক রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৮:৪০ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৯
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসী কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়, মিয়ানমারের ইয়াঙ্গুন শহর থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় ১০৬ জন আরোহীসহ নৌকাটি আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

মিয়ানমারের অভিযোগ, গ্রেফতার ওই রোহিঙ্গারা রাখাইনের মুসলিম সম্প্রদায়ের ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

দেশটির অভিবাসন কর্মকর্তা কাইও হতে বলেন, ধারণা করছি তারা রাখাইন রাজ্যের বাঙালি রোহিঙ্গা।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে রাজ্যটিতে রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তারও আগে একই কারণে আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। সব মিলে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গার বসবাস উখিয়া-টেকনাফে।

মিয়ানমার,রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close