• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের চালু স্কাইপে

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ১৯:৩৬
নিজস্ব প্রতিবেদক

প্রায় একদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে টেলিযোগাযোগ অ্যাপ স্কাইপে। মঙ্গলবার বিকেল থেকে এটি ব্যবহার করা যাচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে খুলে দেওয়ার জন্য আজ বিকেল ৪টা ২৫ মিনিটে একটি মেইল দেয়। পরে বিকেল সাড়ে ৪টা থেকে দেশব্যাপী স্কাইপের সেবা পুনরায় চালু করা হয়। এখন এই অ্যাপটির মাধ্যমে দেশ-বিদেশ থেকে যোগাযোগ করতে পারছেন।

সম্পর্কিত খবর

    তিনি জানান, এর আগে গতকাল সোমবার তারা বিটিআরসির কাছ থেকে একটি মেইল পেয়েছিলেন। এতে স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে সব ধরনের যোগাযোগ স্থগিত করতে নির্দেশ দেওয়া হয়।

    তবে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের দাবি, স্কাইপে বন্ধ করার কোনো নির্দেশনা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে দেওয়া হয়নি।

    তিনি বলেন, এখন দেশব্যাপী স্কাইপের সেবা পাওয়া যাচ্ছে। স্কাইপে ব্যবহারে কারিগরি ত্রুটি ছাড়া কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়।

    /আরাফাত

    স্কাইপে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close