• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের রিমান্ডে সেই পিএইচডি গবেষক এনামুল

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৭ | আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন নিউজপোর্টালের ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে গ্রেফতার পিএইচডি গবেষক এনামুল হককে ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (২৫ নভেম্বর) বিকালে এনামুলকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত বুধবার (২১ নভেম্বর) দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আশকোনার বন্ধুর বাসা থেকে রাত ১০টার দিকে বের হয়েছিলেন এনামুল হক মিলন। রাত ১টায় তার বিমানে ওঠার কথা ছিল। বন্ধুর ছোট ভাই তাকে রিকশায় উঠিয়ে বিদায় দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছিলো।

এনামুলের গ্রামের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। এক পুত্র সন্তানের বাবা এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

/এসএফ

গবেষক এনামুল,রিমান্ডে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close