• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে ২৫ আসনে চূড়ান্ত প্রার্থী দিয়েছে জামায়াত

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১০:২৩ | আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১০:২৫
নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৫ আসনে চূড়ান্ত প্রার্থী দিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে ২০ দলীয় জোট সূত্রে এ তথ্য জানা যায়।

দলটির চূড়ান্ত প্রার্থীরা হলেন: ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী ও গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার।

সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান,পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম এবং কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।

/রবিউল

জামায়াতে ইসলামী,২০ দলীয় জোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close