• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্যারিবীয় শিবিরে টাইগারদের জোড়া আঘাত

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭
ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ জিতলেই টাইগারদের সিরিজ নিশ্চিত হয়ে যাবে। উইন্ডিজের চতুর্থ উইকেট হিসেবে হেটমেয়ারকে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তুললেন রুবেল। এরপরের ওভারেই রোভম্যান পাওয়েলকে আউট করেন ব্যাক ফায়ার করেন মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান স্যামুয়েলসকে হাত খুলে খেলার আগেই সাজঘরে পাঠিয়ে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে নেমেই কিছুটা দেখে শুনে খেলতে থাকে এই ক্যারিবিয়ান। কিন্তু দলিয় ১৩২ রানের মাথায় সফরকারীদের তৃতীয় উইকেটের জুটি ভাঙ্গেন টাইগার পেসার। স্যামুয়েলস আউট হবার আগে ২৬ রান করে মুস্তার বলে মুশফিকের হাতে ধরা পড়েন।

সম্পর্কিত খবর

    এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৫৭ রান। হোপ ৭৮ ও রানে ব্যাট করছেন।

    শুরুতেই সফরকারীদের লক্ষ্য কঠিন করে মিরাজ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় মাত্র ৬ রানে ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ। চন্দ্রপাল হেমরাজকে এলবিডাবলিউ তে আউট করে ফেরান তিনি। হোপ আর ব্রাভো জুটিতে এগোচ্ছিল উইন্ডিজ। ঘুরে দাঁড়িয়ে দলীয় অর্ধশত পার করে ফেলেছিল সফরকারীরা।কিন্তু বাঁধ সাধল রুবেল। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড করে ব্রাভো-হোপের জুটি ভাঙলেন এই পেসার। ব্রাভো ফিরে গেলে আসেন স্যামুয়েলস। স্যামুয়েলস- হোপ জুটিতে দলীয় শতক পার করে সাফরকারীরা।

    এদিকে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close