• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিভি তো নয় সাহেব বিবির

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৮
সালেম সুলেরী

টিভি তো নয় সাহেব বিবির যাত্রাপালা,

মঞ্চ, টিভি মানেই উন্নীত মান,

সম্পর্কিত খবর

    জাত-জাতি প্রপঞ্চ।

    সৃষ্টিকলার শ্রেষ্ঠ মানের সর্ববৃহত আয়না, এই টিভি তো ভুল-ভা'ড়ামো ন্যুড-ন্যাকামো চায় না।

    গান যদি কেউ গাইতে চাহেন,

    গায়েন হবেন আগে,

    গান-ব্যাকরণ কন্ঠসাধন,

    রাগে-অনুরাগে...

    ক্যান রয়েছে গানের কলেজ,

    গুরু, ছায়ানট?

    সবকিছুকে নয় এড়িয়ে সঙ্গীত ঝটাপট।

    হাত-পা ছোড়ায় নাচ হবে না,

    মুদ্রা জানা চাই, বে-সুর গলায় লম্প ঝম্প,

    গান হবে না ভাই।

    ফেরদৌসী, বা সাবিনা, বন্যা রুনা'র দেশে-রথীন-হাদী বা খুরশিদ,

    এ্যান্ড্রু নেচে-হেসে শিল্পী অনেক গান গেয়ে যান,

    তাল ও লয়ে লীন, বে-সুরো হে শিল্পী এবার অমন তালিম নিন।

    টিভি আছে, বিবি আছে 'যাচ্ছে তাই'-এর দেশে, সীমার অধিক অসীম হলে হঠাত যাবেন ফে'সে।

    সাগর-রুনির স্মৃতির সাথে যুক্ত আছে নাম, অংক কষে না চলাতে এক গাদা বদনাম।

    সৌখিন সব শিল্পী আছে, সুযোগ দেবেন, ভালো, তার আগে দিন গান-ব্যাকরণ, স্রোতা-মুগ্ধ'র আলো।

    নিয়ম মাফিক দিন বিনোদন, বিরক্তি নয় আর,

    নইলে এবার বীর বাঙালির নতুন উপহার--

    ভুল-ভা'ড়ামোর, মান হারানোর মোকদ্দমা,

    পণ, আদালতে সোপর্দ হবে বিশাল আবেদন।

    সরকারি সব ছাড়পত্রে নামবে নোটিশ-ধারা, অনুমোদন বাতিল হলেই থামবে পাগলপারা।

    ক্ষতিপূরণ চাইবে শ্রোতা, নিষিদ্ধতা টিভির, তার আগে চাই বিবেক-শোধন গায়েন সাহেব-বিবির!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close