• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে স্বপ্ন ঘুমিয়ে দেখে সেই স্বপ্নের মানে নেই: বি চৌধুরী

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ১৫:০১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যেকোন স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। যে স্বপ্ন ঘুমিয়ে দেখে সেই স্বপ্নের কোন মানে নেই। যে স্বপ্ন লোক জেগে দেখে, আমরা সেই স্বপ্নে জাগরিত হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।

বুধবার (২৪ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকায় ইংরেজি দৈনিক ডেইলি সান’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    এসময় পত্রিকাটির কর্মীদের উদ্দেশে বি চৌধুরী বলেন, আপনারা যে পথ পাড়ি দিয়েছেন তা গৌরবের ছিল, সুন্দর ছিল। আমি আশা করি আপনারা কৈশর উত্তীর্ণ হবেন। কৈশরের যে স্বপ্ন সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন।

    এ সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীসহ পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    -একে

    এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close