• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আয়কর মেলা থেকে রাজস্ব আদায় ২ হাজার ৪৬৮ কোটি টাকা

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ২১:১৪
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে ১৬৬টি স্থানে অনুষ্ঠিত হয়েছিলো আয়কর মেলা ২০১৮। মঙ্গলবার করদাতাদের ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে। এবারের মেলায় কর আদায় হয়েছে ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবের মেলার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এমন তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

সম্পর্কিত খবর

    চেয়ারম্যান জানান, এবার ঢাকাসহ সারাদেশের ১৬৬টি স্পটে ‘আয়কর মেলা-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ১১ লাখ ৬৯ হাজার ৫৬৯ জন। এবারের মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। গত বছর রিটার্ন দাখিল করেছিলেন ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭ জন।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close