• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণে ভারতের প্রতিনিধি দল আসবে ২৮ ডিসেম্বর

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছে ভারতের একটি প্রতিনিধি দল। আগামী ২৮ ডিসেম্বর ৩ সদস্যের ওই দলটি পৌঁছাবে বলে জানা গেছে।

বুধবার (১৯ ডিসেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিনিধিদলের সঙ্গে আসবেন ভারতীয় নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনি কর্মকর্তা আরিজ আফতাব ও ছত্তিশগড় রাজ্যের প্রধান নির্বাচনি কর্মকর্তা সুব্রত সাহা।

মিশন সূত্র জানায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ভোট নিয়ে বৈঠক করেছেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বৈঠকের পরে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত জানায় ভারতের নির্বাচন কমিশন।

পিবিডি/আরিফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচন পর্যবেক্ষক দল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close