• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বুয়েটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৯
পূর্বপশ্চিম ডেস্ক

বিভিন্ন পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ৪৯ জন শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বিভাগ অনুযায়ী পদের সংখ্যা:

সম্পর্কিত খবর

    বস্তু ও ধাতব কৌশল বিভাগ: অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    পানি সম্পদ কৌশল বিভাগ: অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    স্থাপত্য বিভাগ: অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ৪ টি অস্থায়ী পদ।

    ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ৩ টি অস্থায়ী পদ।

    রসায়ন বিভাগ: সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ।

    পুরকৌশল বিভাগ: সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ।

    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, সহকারী অধ্যাপক-এর ৪ টি স্থায়ী পদ, লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    যন্ত্রকৌশল বিভাগ: সহকারী অধ্যাপক-এর ২ টি স্থায়ী পদ, লেকচারার-এর ৪ টি অস্থায়ী পদ।

    গণিত বিভাগ: সহকারী অধ্যাপক-এর ২ টি স্থায়ী পদ।

    বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহকারী অধ্যাপক এর ২ টি অস্থায়ী পদ।

    ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি: গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং)-এর ১ অস্থায়ী পদ, গবেষণা লেকচারার (ইঞ্জিনিয়ারিং)-এর ১ টি অস্থায়ী পদ।

    গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ, লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ: লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ।

    বুয়েট-জিডপাস: লেকচারার-এর ৩ টি অস্থায়ী পদ (সিভিল ইঞ্জিনিয়ারিং ২ জন ও ইউ.আর.পি ১ জন)।

    পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট: লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ।

    নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ: লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ।

    কেমিকৌশল বিভাগ: লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

    আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ০৯/১০/২০১৭

    সকল পদের বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইট regoffice.buet.ac.bd-এ পাওয়া যাবে। রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করেও তথ্য পাওয়া যেতে পারে।

    সূত্র: regoffice.buet.ac.bd

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close