• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এত ভালবাসা জমা ছিল!

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০১৭, ০২:০৪ | আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১২:৪৩
মনজুরুল করিম

সময়টা ১৯৮৬ , ডিআইটি এনেক্স বিল্ডিং এ একটা ফ্লোরে একসাথে দুটো অফিস । একটা শিপিং কোম্পানীর আর একটা মোহাম্মদী এ্যাপারেলস লিমিটেড এর । আমার ছাত্র জীবন শেষ হয়নি .। কঠিন জীবন পার করছি । হুট করে চাকরিতে ঢুকে গেলাম .. মোহাম্মদী এ্যাপারেলস লিমিটেড এ কমার্সিয়াল এক্সিকিউটিভ ।

হা তিনি আমার প্রথম বস , শ্রদ্ধেয় আনিসুল হক । প্রায় দু বছর ছিলাম তাঁর প্রথম প্রতিষ্ঠানে । অনেক স্মৃতি , প্রথম ভালবাসার মতো প্রথম চাকরীর স্মৃতি .. প্রথম বসের স্নেহ ভালবাসার স্মৃতি । ১৯৮৮ তে বিআরসি উর্ত্তীর্ন হয়ে অগ্রনী ব্যাংকে জয়েন করি । তিনি বলেছিলেন ব্যাংকে চাকরি পেয়েছ তাই যেতে দিলাম !

সম্পর্কিত খবর

    তারপর দূরে থেকে দেখেছি বিশাল এই মানুষটির উত্থান । একটা গার্মেন্টস থেকে ২,৩,৪,৫,৬,৭ । বিজিএমইএ এর নেতৃত্বে , এফ বি সি সি আই এর সভাপতি .. আরো কত কি . সব শেষে ঢাকা উত্তরের সফল মেয়র । বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মেয়র । তিনি আর নেই এই ধরাধামে বুকটা কেমন যেন খাঁ খাঁ করছে , দুচোখে পানি ..! স্যার আপনার জন্য বুকে এত ভালবাসা জমা ছিল জানতাম না! আল্লাহ আপনাকে ভালো রাখুক চিরস্থায়ী জগতে !

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close