• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লাইনে দাড়িয়ে ভোট দিলেন মোদি

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাট বিধানসভার শেষ দফার নির্বাচনে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার আমেদাবাদের সবরমতী বিধানসভা কেন্দ্রের রানিপ এলাকায় অবস্থিত নিশান হাইস্কুলে ১১৫ নম্বর বুথে তিনি ভোট দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া এনডিটিভি।

দেশের প্রধানমন্ত্রী হলেও বেলা ১২টা ১০ মিনিটের দিকে বিশাল শোভাযাত্রা করে নির্বাচনী কেন্দ্রে আসেন মোদি। সেখান থেকে হেঁটে ভোটকেন্দ্রে যান মোদি এবং কিছু সময় দাড়িয়ে ভোট দেন।

সম্পর্কিত খবর

    এসময় মোদিকে দেখতে ভোট কেন্দ্রের বাইরে অনেক সাধারণ মানুষও জড়ো হন এবং তারা প্রত্যেকেই ‘মোদি-মোদি’ বলে স্লোগান দিতে থাকেন। মোদিকে সামনে পেয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত ভোটারদের মধ্যে।

    শেষ দফায় সকাল ৮টা থেকে উত্তর ও মধ্য গুজরাটের ১৪টি জেলার ৯৩টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়েছে। প্রায় ২ কোটি ২২ লাখ ভোটার মোট ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। গত ৯ ডিসেম্বর প্রথম দফার ভোটগ্রহণ হয় গুজরাটে। গণনা আগামী ১৮ ডিসেম্বর। একই দিনে হিমাচল প্রদেশ বিধানসভার ভোটেরও ফলাফল ঘোষিত হবে।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close