• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুকে নিয়ে কয়েকজন বিখ্যাত ব্যক্তির উক্তি

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ০০:৪২ | আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০১:১০
পূর্বপশ্চিম ডেস্ক

"শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন,সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত- বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ। জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।"

--হুমায়ুন আজাদ

সম্পর্কিত খবর

    মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস

    করা যায় না,যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে l

    ---নোবেল বিজয়ী উইলিবান্ট।

    শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ

    হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে l

    —ফিদেল কাস্ট্রো।

    আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য l

    —ইয়াসির আরাফাত।

    শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত।

    তিনি একজন মহান নেতা ছিলেন।তার

    অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও

    আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল।

    –ইন্দিরা গান্ধী।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ।তাই তিনি অমর।

    –সাদ্দাম হোসেন।

    শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে অনুপ্রাণিত করেছিলেন l

    — কেনেথা কাউণ্ডা।

    বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম

    হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান

    সন্তানকে।

    – জেমসলামন্ড,ইংলিশ এম পি।

    শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের

    সাথে তুলনা করা যায়। জনগন তার কাছে এত প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ

    দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।

    --- পশ্চিম জার্মানী পত্রিকা।

    আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ

    বুছরের মধ্যে এশিয়া মহাদেশে আর

    পাওয়া যাবে না

    ---- হেনরি কিসিঞ্জার।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close